বলিউড বাদশাহ শাহরুখ খান ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন জুটি বেঁধে একাধিক দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন। দর্শকের মনে তাদের কেমিস্ট্রির আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। বিশেষ করে ‘দেবদাস’ ছবির কথা বলতেই হয়।
শাহরুখ-ঐশ্বরিয়া জুটির এই ছবিটি বলিউডের অন্যতম সফল ছবি। তবে অনেকদিন এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যাচ্ছে না। ভবিষ্যতেও দেখা যাবে কি না- এ নিয়ে রয়েছে সংশয়।
সম্প্রতি একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের পুরস্কার বিতরণীতে হাজির হয়ে শাহরুখ-ঐশ্বরিয়াই এই কথা জানিয়েছেন। জানা গেছে, ভালো কোনো গল্প না পেলে হয়ত আর একসঙ্গে ফেরা হবে না তাদের। তবে তারা একসঙ্গে অভিনয়ের ব্যাপারে আগ্রহী।
গত বছর ঐশ্বরিয়া অভিনীত ‘এ দিল হ্যায় মুশকিল’ ছবিটি মুক্তি পায়। এরপর থেকে নাকি তিনটি ছবিতে শাহরুখ-ঐশ্বরিয়াকে জুটি করতে চেয়েছিলেন নির্মাতা-প্রযোজকরা। কিন্তু গল্প ও চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তারা কাজ করেননি।
শাহরুখ-ঐশ্বরিয়া আর জুটি বাঁধবেন না !
