নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সরকারি কলেজের সভাপতি আবদুল্লাহ আল মামুন কারাগারে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পৌর ৮ নম্বর ওয়ার্ডের বাসা থেকে তাকে আটক করা হয়।
ছাত্রনেতা মামুনের বাবা আমির হোসেন জানান, একদল ডিবি পুলিশ তাকে বাড়ি থেকে উঠিয়ে তাদের কার্যালয়ে নিয়ে যায়। পরে রাতে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
লক্ষ্মীপুর সদর থানা ও আদালত সুত্রে ছাত্রনেতা মামুনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।