মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে ২ হাজার পরীক্ষার্থীকে শিক্ষা সামগ্রী দিল ছাত্রলীগ

লক্ষ্মীপুরে ২ হাজার পরীক্ষার্থীকে শিক্ষা সামগ্রী দিল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার এসএসসি পরীক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা সামগ্রী দিয়েছে ছাত্রলীগ। গত দুই দিনে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার রুটিন, কলম, স্কেল এবং প্লাস্টিকের ফাইল বিতরণ করা হয়। দলীয় সূত্র জানায়, উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে তারেক আজিজ জনির উদ্যোগে উপজেলার রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দক্ষিন রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়, চরলক্ষী জনতা উচ্চ বিদ্যালয়, মিতালী বাজার মডেল একাডেমী, রাখালিয়া উচ্চ বিদ্যালয়, উদমারা উচ্চ বিদ্যালয় সহ ১৮টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরন করা হয়। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও পরিচালনা কমিটির সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রায়পুর উপজেলা ছাত্রলীগের সভাপতি তারেক আজিজ জনি বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের নির্দেশে বিনামূল্যে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের সব ভালো কাজের সঙ্গে ছাত্রলীগের সমর্থন থাকবে বলে জানান তিনি।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap