নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর সদর উপজেলার ১৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা অফিসের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ- স্লোগান নিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে ল্যাপটপ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামানের সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যা ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের কম্পিউটার ব্যবহারে পারদর্শী করে গড়ে তুলতে হবে। তাদের পাঠদানে শিক্ষকদের সর্বদা যত্নবান এবং ঝরেপড়া রোধে বিশেষ নজর রাখতে হবে। শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে শিক্ষকদেরকে অভিভাবকেরও ভূমিকা পালন করার আহবান জানান তারা।
লক্ষ্মীপুরে ১৮৩ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
