নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে পৌর শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এ সম্মেলনের আয়োজন করেন।
ক্ষমতা ও প্রতিনিধিত্বশীলতা, সাংবিধানিক বৈষম্য বিলোপকরণ, সম-অধিকার ও সম-মর্যাদা এবং স্বার্থবান্ধব আইন বাস্তবায়ণ-প্রণয়নসহ জাতীয় ঐক্যমতের সাত দফা দাবিতে এতে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেয়।
জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী রানা দাশগুপ্ত। জেলা শাখার সভাপতি রতন লাল ভৌমিকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দেবনাথের পরিচালনায়
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, লক্ষ্মীপুর পৌরসভা মেয়র এম এ তাহের, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রীমতি প্রিয়া সাহা, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট জহর লাল ভৌমিক, শৈবাল কান্তি সাহা, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি শংকর মজুমদার, জেলা আইনজীবি ঐক্য পরিষদের সভাপতি প্রিয় লাল নাথ, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী শিমুল সাহা, সংগঠনের নেতা শিপন মজুমদার ও মিলন মন্ডল প্রমুখ।
লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মেলন
