বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের এ্যাডভোকেসি সভা

লক্ষ্মীপুরে স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের এ্যাডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক ‘পরিকল্পিত পরিবার গড়ে তুলি, মাতৃ মৃত্যু রোধ করি’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। আগামি ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০১৭ সফল করার লক্ষ্যে এ সভা করা হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। এসময় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল বাছেত এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্পনা কর্মকর্তা ডা. আক্তার হোসেন প্রমুখ। সভায় জেলার সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন স্বাস্থকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, অবহেলিত দূর্গম চর ও দ্বিপাঞ্চলসমূহেও জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সচেষ্ট থাকতে হবে। দূর্গম চর ও দ্বিপাঞ্চলসমূহের রোগীদের সেবায় সংশ্লিষ্টদের নিরলসভাবে কাজ করার আহবান জানান বক্তারা।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap