মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে সুবিধাবঞ্চিতরা পেল বিনামূল্যে স্বাস্থ্য সেবা

লক্ষ্মীপুরে সুবিধাবঞ্চিতরা পেল বিনামূল্যে স্বাস্থ্য সেবা

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে গ্রামীণ সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ‘মাতৃভাষা দিবস ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প’ এ স্লোগানে স্বাস্থ্য সেবার আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ স্পোর্টিং ক্লাব। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামে এ কর্মসূচী পালন করা হয়। এসময় সুবিধাবঞ্চিত তিন শতাধিক গ্রামীণ নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। এছাড়াও বিনামূল্যে রক্তের গ্রুপিং করা হয়। সংগঠনের প্রায় ৩০ জন তরুণ সদস্য এ ক্যাম্পে কাজ করে রোগীদের সেবা দেন। সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট বলেন, ভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। এই সেবার মাধ্যমে সুবিধাবঞ্চিতরাও মাতৃভাষা দিবসের গুরুত্ব বুঝতে পারবে। আমরা বিশ্বাস করি আমাদের কর্মের মাধ্যমে ভাষা শহীদরা অমর হয়ে থাকবেন। তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল আজিম বলেন, মাতৃভাষা দিবসকে স্মরণীয় করে রাখতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া স্বল্প পরিসরে হলেও গ্রামের সুবিধাবঞ্চিত মানুষগুলোকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে পেরে আমরা সত্যি আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap