মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে সাহিত্য উৎসব ৬ এপ্রিল

লক্ষ্মীপুরে সাহিত্য উৎসব ৬ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে জেলা সাহিত্য সংসদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য উৎসব ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই উৎসবকে সফল করতে একটি প্রস্তুতি মূলক কমিটি গঠন করা হয়ছে। এতে সংসদের মাহবুবুল বাসারকে আহ্বায়ক ও মোশাররফ হোসেন চৌধুরীকে সদস্য সচিব করা হয়। তারা দু’জনই জেলা সাহিত্য সংসদের সহ-সভাপতি পদে দায়িত্বে রয়েছেন। প্রস্তুতি কমিটির প্রথম সভা শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে দেওয়ানবাড়ি সড়কের সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদের সভাপতি ডা. মো. সালাহ্উদ্দিন শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খন্দকার ইউসুফ হোসেন। আলোচনায় অংশ নেন কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক কার্তিক সেন গুপ্ত, স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা সভাপতি একেএম মাহবুবুর রশিদ চৌধুরী ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, এনজিও ব্যক্তিত্ব নুর মোহাম্মদ, কমলনগর প্রেসক্লাব সহ-সভাপতি মো. ছাইফুল্লাহ্ হেলাল, কবি শহিদুল ইসলাম পাটওয়ারী, মনিরুল হক রুপম, ইসমাইল খান, সুজন কাজী, ওসমান মোরশেদ, শাহাদাত হোসেন নীল, সজিবুল হাসান ও মাহমুদুন নবী তামজি প্রমূখ। প্রস্তুতি কমিটির পরবর্তী সভা ১৬ মার্চ শুক্রবার সাহিত্য সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। জানা গেছে, উৎসবকে সফল করতে সাহিত্য আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, সাহিত্য কুইজ প্রতিযোগিতা, শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে কবিতা, গল্প ও প্রবন্ধ লেখা প্রতিযোগিতা, বাংলা আওয়াজের বিশেষ সংখ্যা প্রকাশ, জেলা সাহিত্য সংসদ পুরস্কার ও বাংলা আওয়াজ লেখক সম্মাননাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap