মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ ইউএনও মোহাম্মদ নুরুজ্জামান

লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ ইউএনও মোহাম্মদ নুরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পুরস্কার পেয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। মোহাম্মদ নুরুজ্জামান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে আছেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ ও লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান প্রমুখ। উল্লেখ্য, মোহাম্মদ নুরুজ্জামান ২০১৬ সালে চট্টগ্রাম বিভাগ ও লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছিলেন।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap