বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে শীতার্তদের মাঝে ১০ হাজার কম্বল বিতরণ

লক্ষ্মীপুরে শীতার্তদের মাঝে ১০ হাজার কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে শীতার্ত মানুষের মাঝে ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার দালাল বাজার ডিগ্রি কলেজ মাঠে সেলিনা-শহীদ ফাউন্ডেশনের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সেলিনা ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডাভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সাংগঠনিক সম্পাদক নুর নবী চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, পৌরসভার মেয়র ইসমাইল খোকন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, উপেজেলা আওয়ামী লীগের সভাপতি বিজন বিহারী ঘোষ, চররুহিতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের আহবায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম-আহবায়ক মাহবুবুল হক মাহবুব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ প্রমুখ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, শীতে লোকজন দুর্ভোগ পোহাচ্ছেন। এতে মানবিক কারণে ৯টি ইউনিয়নে ১০ হাজার নারী-পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap