মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে শিয়াল মারার ফাঁদে পড়ে কর্মচারীর মৃত্যু

লক্ষ্মীপুরে শিয়াল মারার ফাঁদে পড়ে কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে শিয়াল মারার ফাঁদে পড়ে মো. শরিফ (২৬) নামে পোল্ট্রি খামারের কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার চৌপল্লী গ্রামে আমির হোসেনের পোল্ট্রি খামারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ উপজেলার চরউভূতি গ্রামের আবুল বাশারের ছেলে। জানা যায়, খামারে প্রায় প্রতি রাতেই শিয়াল মুরগির ওপর আক্রমন করে। শিয়ালের উপদ্রব ঠেকাতে খামার মালিক খামারঘরের চারপাশে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পাতে। ভুলবশত দিনে ওই ফাঁদের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়নি। পরে খামারে কাজ করতে গেলে ফাঁদের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শরিফের মৃত্যু হয়। দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।  
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap