নিজস্ব প্রতিবেদক : ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও নায্যতা নিশ্চিতকরণ’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
লক্ষ্মীপুরে ভোক্তা অধিকার দিবসে র্যালি
