বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২৩ ডিসেম্বর

লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২৩ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় পর্যায়) উপলক্ষে লক্ষ্মীপুরে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ও বিএমএ সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার গোলাম শাহনেওয়াজ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন, জাতীয় পুষ্টি কার্যক্রমের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার নাজমুল হাসান, ডা. রাসেল আহমদ এবং কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান প্রমুখ। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় পর্যায়) অনুষ্ঠিত হবে। এতে জেলায় ১৫৩৪ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩০ হাজার ৩৭০ জন ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৫৩ হাজার ৫শ’ ২৪ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় ৩ হাজার ৮শ’ ৮১ স্বেচ্ছাবেসক, ৪ হাজার ৫শ’ ৯৫ জন কর্মী ও ১৮৯ জন সুপারভাইজার উপস্থিত থাকবে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap