নিজস্ব প্রতিবেদক :
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে পৃথক গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে দলীয় নেতাকর্মীরা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলা বিএনপির কার্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূইঁয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রশিদুল হাসান হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মামুন প্রমুখ।
অন্যদিকে, একই দাবিতে সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু তার বাসভবনে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ছায়েদুর রহমান ছুট্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডাভোকেট হারুনুর রশিদ বেপারী, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, যুবদল নেতা খালেদ মোহাম্মদ আলী কিরন ও সৌরভ হোসেন ভুলু প্রমুখ।
লক্ষ্মীপুরে বিএনপির পৃথক গণস্বাক্ষর কর্মসূচি পালন
