মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন দাবি

লক্ষ্মীপুরে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন দাবি

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন করার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে পৌর শহরের লামচরী এলাকায় সংবাদ সম্মেলন ডেকে জেলা বিএনপির সদস্য ফারুক হোসেন এ দাবি জানান। সেখানে উপস্থিত ছিলেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম ও ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ অর্ধশতাধিক নেতাকর্মী। লিখিত বক্তব্যে ফারুক হোসেন বলেন, আমি ২৭ বছর যাবত বিএনপি রাজনীতির সাথে জড়িত। দলের দুঃসময়ে একাধিকবার মামলা-হামলার শিকার হয়েছি। বাড়ি-ঘরে ভাংচুর করে বাবাকে মারধর করা হয়। আমি এখন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রার্থী। দলের আন্দোলনে-সংগ্রামে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে কাজ করছি। আমার বিশ্বাস, দল যোগ্যতা ও ত্যাগের যথাযথ মূল্যায়ন করবেন। এছাড়াও নিজের রাজনৈতিক অবস্থান জানান দিতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করার দাবি করেন তিনি।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap