বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় যমজ দুই সহোদরের মৃত্যু

লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় যমজ দুই সহোদরের মৃত্যু

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে যাত্রীবাহী আনন্দ বাসের ধাক্কায় ভ্যানট্রলিতে থাকা ১২ বছরের হাসান ও হোসেন নামে যমজ দুই সহোদর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার জকসিন বাজারে এ দূর্ঘটনা ঘটে। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। হাসান ও হোসেন উপজেলার লাহারকান্দি ইউনিয়নের শফিপুর গ্রামের মসজিদ বাড়ির খোরশেদ আলমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসান হোসেন দুই ভাই লক্ষ্মীপুর থেকে ফ্রিজ কিনে ভ্যানযোগে চরচামিতা খালার বাড়িতে যাচ্ছিল। পথে জকসিন পূর্ব বাজারে পৌঁছলে নোয়াখালীর চৌমুহনী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আনন্দ পরিবহণের একটি বাস (ঢাকা মেট্টো-জ-০৪০৬২০) নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী ভ্যানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই সহোদরের মৃত্যু হয়। ওই বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান দূর্ঘটনা ও দুই সহোদরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap