রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন

লক্ষ্মীপুরে ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে শতভাগ ইংরেজী মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান ফায়ারফ্লাই ইন্টারন্যাশনাল স্কুল উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে শহরের মদিন উল্যাহ হাউজিংয়ে ফিতা কেটে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। এইসময় কেক কাটা, আলোচনা সভা ও শান্তির ফায়রা উড়ানো হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু।
স্কুলের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, রামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ চৌধুরী গিয়াস উদ্দিন সেলিম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব, কবি মুজতবা আল মামুন, শিক্ষক বনশ্রী পাল ও স্কুলের উদ্যোক্তা নাসির উদ্দিন। 
এসময় বক্তারা বলেন, ইংরেজি মাধ্যম হিসেবে এই স্কুলকে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদানসহ সকল বিষয়ে সুযোগ-সুবিধা ব্যাবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া স্কুলের আদর্শ-উদ্দেশ্য ও নিয়ামবলী সম্পর্কে আলোচনা করা হয়। 
অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক মোতালেব হোসেন মুন্না ও তাসমিল জাহান।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap