নিজস্ব প্রতিবেদক :
‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। র্যালিটি জেলা প্রাণিসম্পদ কার্যালয় এলাকা ও শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল বাছেতের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও জেলা কমিনিউনিটি পুুুলিশের সাধারাণ সম্পাদক জাকির হোসন ভূঁইয়া আজাদ প্রমুুখ।
এসময় বক্তারা বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির দ্বৈতপ্রভাবের ফলে প্রাণিজ আমিষের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। যার ফলশ্রুতিতে গবাদিপশু ও হাঁস-মুরগির উৎপাদনশীলতা ও নিবিড়তা ব্যাপকভাবে বাড়ছে।
এছাড়াও জেলার প্রায় দুই শতাধিক খামারী ও উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে ৩ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। এতে ১০ টি স্টলের মাধ্যমে খামারিদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়।
লক্ষ্মীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু
