বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে নারী জয়ীতাদের সম্মাননা

লক্ষ্মীপুরে নারী জয়ীতাদের সম্মাননা

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবসে নারী জয়ীতাদের সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় এ সম্মাননা দেওয়া হয়। এসময় লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার ৫ জন করে ২৫ নারী জয়ীতাকে সনদপত্র দেওয়া হয়েছে। এরআগে ‘যে পরিশ্রম আমরা স্বামীর গৃহকার্যে ব্যয় করি, সেই পরিশ্রম দ্বারা কি স্বাধীন ব্যবসা করিতে পারিব না ?’ এ স্লোগান নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে। কালেক্টরেট ভবনের সামনে জেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে দিবসটি উপলক্ষে বেলুন ও শান্তির পায়রা উড়ানো হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক হোমায়রা বেগম। এসময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন, নোয়াখালী দূর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আল মামুন, জেলা সনাকের সভাপতি মাহবুব মোহাম্মদ আলী, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও জেলা মহিলা সংস্থার সভাপতি ফরিদা ইয়াসমিন লিকা প্রমুখ।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap