বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে দুই বিএনপিকর্মীর বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে দুই বিএনপিকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে লক্ষ্মীপুরে দুই বিএনপি কর্মীর নামে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহছানুল কবির রিপন বাদী হয়ে এ মামলা করেন। লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী অঞ্চল চন্দ্রগঞ্জের বিচারক কনক বড়ুয়া মামলাটি আমলে নেন। আসামিরা হলেন সদর উপজেলার চন্দ্রগঞ্জের বড়ালিয়া গ্রামের জুয়েল ভূঁইয়া আহমদ ওরফে দেলোয়ার হোসেন ও আরেফিন আসলাম। তারা স্থানীয় বিএনপি কর্মী। আদালত সূত্র জানায়, সম্প্রতি আসামিরা ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উস্কানিমূলক স্ট্যাটাস দেয় এবং তা শেয়ার করে। বিষয়টি জানাজানি হলে জনমনে বিভ্রান্তি ছড়ায়। এনিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা ক্ষুদ্ধ হয়ে ওঠে। এর জের ধরে মামলাটি দায়ের করা হয়। বাদীপক্ষের আইনজীবী রাসেল মাহমুদ মান্না বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় দুইজনের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় আদালতে অভিযোগ করা হয়েছে। আদালত বিষয়টি মামলা হিসেবে অর্ন্তভূক্ত করার জন্য চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছে আদালত।

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap