নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরে ফরিদ-মাসুমা জনকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ড. এএসএম মাকসুদ কামালের উপহার হিসেবে খাদ্যসামগ্রী অসহায় ৫০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি।
সোমবার (১১ মে) দিনব্যাপী সদর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে মাকসুদ কামালের পক্ষে ঢাবি কর্মকর্তা আজম রানা খাদ্যসামগ্রীগুলো বিতরণ করেন।
ট্রাস্ট সূত্র জানায়, করোনার এই ক্রান্তিলগ্নে সংকট নিরসনে ফরিদ-মাসুমা জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়। ইতিপূর্বে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ১ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রত্যেকটি পরিবারকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, ছোলা ও খেঁজুর দেওয়া হয়।
এ ব্যাপারে ঢাবি কর্মকর্তা আজম রানা বলেন, মাকসুদ কামালের উদ্যোগে ও ট্রাস্টের অর্থায়নে করোনার এই দুর্দিনে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ড. মাকসুদ কামাল লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামালের ভাই।