নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে ডোবায় মাছ ধরতে গেলে জেলেদের জালে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উঠে আসে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে পৌরসভার বাস টার্মিনাল সংলগ্ন একটি ডোবা থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠায়। ৫-৬ দিন আগে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটি পেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর পৌরসভার বাস টার্মিনালের উত্তর পাশে সাবেক পৌর কাউন্সিলর লোকমান হোসেনের মালিকানাধীন ডোবায় মাছ ধরতে নামেন জেলেরা। এসময় জেলেদের জাল মরদেহটির সঙ্গে আটকে যায়। খাবারের বস্তা মনে করে তারা জাল টান দিলে মরদেহটি ভেসে উঠে। চিৎকার দিলে ঘটনাস্থলে ভিড় জমান জনতা। খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের পড়নে একটি ফুল শার্ট ও প্যান্ট রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। খোঁজ খবর নেওয়া হচ্ছে। ময়না তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
লক্ষ্মীপুরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
