নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল।
এরআগে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা আহম্মেদ খালেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: বেল্লাল হোসেন খান প্রমুখ।
প্রসঙ্গত, মেলায় ৫টি প্যাভিলিয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে ৪৪টি স্টল অংশ নেয়। আগামী শনিবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত এ মেলা চলবে।
