বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে ডাকাতি মামলার আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে ডাকাতি মামলার আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক  : লক্ষ্মীপুরে জাবেদ হোসেন মিন্টু (৩৫) নামে এক ডাকাতি মামলার আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাবেদ চরশাহীর ইউনিয়নে ইটখোলা গ্রামের হোসেন আহমদের ছেলে। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, মঙ্গলাবার দিবাগত রাতে খাগুড়িয়ার বেড়িরমাথা এলাকার একটি বাগানে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।এসময় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় জাবেদকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি, ৮ রাউন্ড গুলি ও ১০টি গুলির খোসা উদ্ধাার করা হয়েছে। নিহত জাবেদের বিরুদ্ধে ৪টি ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে বলে জানান ওসি।  
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap