রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে টেকসই উন্নয়ন কর্মশালা

লক্ষ্মীপুরে টেকসই উন্নয়ন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে টেকসই উন্নয়নে অভীষ্ট (এসডিজি), অর্জনে স্থানীয়করণ, বিনিয়োগ পরিকল্পনা এবং ব্যক্তি পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর শওকত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, রামগতি পৌরসভার মেয়র এস এম মেজবাহ উদ্দিন মেজু, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুল বাছেত ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলাল আহম্মদ প্রমুখ। এছাড়া কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap