রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল

লক্ষ্মীপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করেছে নেতাকর্মীরা। বুধবার (২৫ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের উদ্যোগে এ মিছিল করা হয়। মঙ্গলবার (২৪ এপ্রিল) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন লক্ষ্মীপুরে নতুন কমিটির অনুমোদন দেয়। এতে শাহাদাত হোসেন শরীফকে সভাপতি ও জিয়াউল করিম নিশানকে সাধারণ সম্পাদক করা হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন পলিকেটনিক শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বিপুল ও ছাত্রলীগ নেতা সজীব মীর। প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ নভেম্বর লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চৌধুরী মাহমুদুন্নবী সোহেলকে সভাপতি ও রাকিব হোসেন লোটাসকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটিতে শরীফ যুগ্ম-সাধারণ সম্পাদক ও নিশান সদস্য ছিলেন।

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap