বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন, বর্ণমালা লেখা, রচনা ও আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কালেক্টরেট ভবনের সামনে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভায় এ পুরস্কার বিতরণ করা হয়। এরআগে সকালে লক্ষ্মীপুর শিশু একাডেমির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, পৌরসভার মেয়র আবু তাহের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন। লক্ষ্মীপুর শিশু একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন, বর্ণমালা লেখা, রচনা ও আবৃত্তি প্রতিযোগীতায় জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ৩৬ জন বিজয়ী হয়ে পুরস্কার অর্জন করে।  
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap