নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের দালাল বাজার ডিগ্রি কলেজের ইসলামী স্ট্যাডিজের সহকারী অধ্যাপক মাওলানা মোবারক হোসেনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে দালাল বাজারে এই ঘটনা ঘটে।
দালাল বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ আলম পাটোওয়ারী বলেন, তার কলেজের শিক্ষক মোবারক হোসেন হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। কারা শিক্ষকের ওপর হামলা করেছে তা নিশ্চিত করে বলতে পারেননি অধ্যক্ষ।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, কলেজ শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়েছে।
লক্ষ্মীপুরে কলেজ শিক্ষকের ওপর হামলা
