বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীদের র‌্যাগ ডে

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীদের র‌্যাগ ডে

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীরা র‌্যাগ ডে উদযাপন করেছে। শনিবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী পরীক্ষার্থীদের আয়োজনে এটি উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু। বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুন ও সহকারী প্রধান শিক্ষক আবুল হাসান দিদার। এসময় পরীক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, আল-আমিন হোসেন, নাজমুল ইসলাম, ইয়াসিন আরাফাত নান্নু, হারুনুর রশিদ, মেহেদী, রায়েত, কাউছার, কুলসুম আক্তার, ফৌজিয়া ইসলাম ও জান্নাতুল মাওয়া আখি প্রমুখ।   পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, খেলাধুলা কিংবা বাইরে সময় ব্যয় না করে ভালোভাবে পড়াশোনা করতে হবে। পরীক্ষার প্রস্তুতিতে কোন ত্রুটি যেন না থাকে সেজন্য সবাইকে বেশি করে পড়তে হবে। এছাড়া সুস্থভাবে সবাই যেন শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap