নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরআগে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, সরকারের পরিকল্পনা কমিশনের সচিব ও ভৌত অবকাঠামো বিভাগের সদস্য জুয়েনা আজিজ, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর শওকত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকবাল হোসেন, তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও মুক্তিযোদ্ধা কাজল কান্তি দাস প্রমুখ।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম ও সরকারের নানা মুখি উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে। এতে প্রায় ৬০টি স্টল অংশ নিয়েছে। আগামী শনিবার এই মেলায় শেষ হবে।
