নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে উইনার্স গোল্ডকাপ ব্যাডমিন্টন টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৪ জানুয়ারী) রাত ৮ টার দিকে শহরের এন আহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ টূর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
ক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আ স ম মাহাতাবউদ্দিন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো.গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামানপ্রমুখ।
এ টূর্ণামেন্টে ৪টি গ্রুপে মোট ৩২টি দল অংশ গ্রহণ করে ।