লক্ষ্মীপুর : বিএনপিকে প্রত্যাখ্যান করে আওয়ামীলীগে যোগ দিলেন লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলনেতা মো. হুমায়ুন কবির তোফায়েল।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে এ ঘোষণা দেন তিনি। এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে দলের সদস্য ফরম পুরণ করেন এই মুক্তিযোদ্ধার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা তোফায়েল বলেন, একাত্তরের রণাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জীবন বাজি রেখে যুদ্ধে অংশ নিয়েছি। পরবর্তীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাথে সংযুক্ত হয়ে জেলা মুত্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে ছিলাম। বঙ্গবন্ধুর আদর্শ ও তার কন্যা শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে বিএনপিকে প্রত্যাখ্যান করে আওয়ামীলীগের রাজনীতিতে যোগদান করলাম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবু তাহের, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার কাজল কান্তি দাস, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু বিজন বিহারী, পৌর অওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী ও জসীম উদ্দিন প্রমুখ।