রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে আইসিটি দিবসে র‌্যালি

লক্ষ্মীপুরে আইসিটি দিবসে র‌্যালি

লক্ষ্মীপুর : ‘শেখ হাসিনার অবদান, ডিজিটাল হল জীবন মান’ লক্ষ্মীপুরে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) দিবস পালিত হয়েছে। 
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে সারাদেশে একযোগে প্রথমবারের মতো দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। র‌্যালিটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়েল সামনে গিয়ে শেষ হয়। 
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইকবাল হোসেন, সহকারি পুলিশ সুপার খন্দকার শাহ নেওয়াজ, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন,  আইসিটি অধিদপ্তর জেলা সহকারি কমিশনার তাহমিদা আক্তার ও সহকারি প্রোগ্রামার মোহাম্মদ মাকসুদুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, ২০০৮ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগ সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’ থিমটি ঘোষণা করে। এরপর থেকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করে বর্তমান সরকার। চলতি বছরের ২৭ নভেম্বর মন্ত্রী পরিষদের এক সভায় ১২ ডিসেম্বরকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস ঘোষণা করা হয়েছে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap