মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে আইনজীবি সহকারী কাউন্সিল আইনের দাবিতে স্মারকলিপি

লক্ষ্মীপুরে আইনজীবি সহকারী কাউন্সিল আইনের দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক : আইনজীবি সহকারী কাউন্সিল আইনের দাবিতে লক্ষ্মীপুরে প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ৬ টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পালের হাতে এটি দেওয়া হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা আইনজীবি সহকারী সমিতির উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক সিরাজ উল্যা, সংগঠনের নেতা শামছুল আলম, আমজাদ হোসেন, সমীর চন্দ্র নাথ, বাসু দেব অধিকারী ও মামুনুর রশিদসহ বেশ কয়েকজন সদস্য। এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা আইনজীবি সহকারী সমিতির সভাপতি জাফর আহমেদ বলেন, আমরা আদালত প্রাঙ্গনে দীর্ঘদিন ধরে সমাজ কল্যাণে গণমূখী কাজ করছি। অথচ প্রতিটি পেশাজীবি মানুষের স্বতন্ত্র আইন থাকলেও আমাদের নেই। আমরা দ্রুত এ আইন পাসের দাবি জানাই। এজন্য স্মারকলিপি দিয়েছি।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap