মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে অনলাইন আকাশবার্তার বর্ষপূর্তি উদযাপন

লক্ষ্মীপুরে অনলাইন আকাশবার্তার বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক : নানা কর্মসূচির মধ্য দিয়ে লক্ষ্মীপুরে অনলাইন নিউজ পোর্টাল আকাশবার্তাবিডিডটকম’র প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকালের চন্দ্রগঞ্জ রাজমুকুট কমিউনিটি সেন্টারে বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আকাশবার্তার সম্পাদক ও প্রকাশ মো. আলী হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী। চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, নিরাপদ সড়ক চাই জেলা শাখার আহ্বায়ক কার্তিক রঞ্জন সেনগুপ্ত, রয়েল হসপিটালের চেয়ারম্যান ডা. মো. সোলায়মান, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, আমানী লক্ষ্মীপুর বেগম হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-কামাল মাহমুদ, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল, এক্স ক্যাডেট এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক মহিন উদ্দিন বুলু, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনোয়ার হোসেন আজাদ, এসএমকে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম আসিফ। এসময় আরো উপস্থিত ছিলেন, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন, বিজয় টিভির জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন, আরটিভির জেলা প্রতিনিধি পলাশ সাহা, জেলা জাতীয় পার্টির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাবুল হোসেন, ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলু, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার যুগ্ম আহ্বায়ক সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির আহমদ ফারুক, সহ-সভাপতি অহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ইব্রাহীম খলিল মনজু, প্রচার সম্পাদক সাহাদাত হোসেন দিপু, সাংবাদিক মনির হোসেন, মাহবুব সৈকত ও রাকিব হোসেন আপ্র প্রমুখ। বক্তারা বলেন, গত একবছরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আকাশবার্ত ভূমিকা রেখেছে। সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকতে আকাশবার্তার উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন বক্তারা। আলোচনা শেষে আকাশবার্তা কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ইমন হোসেন জিহাদ, দ্বিতীয় সাহাদাত হোসেন সাওন ও তৃতীয় সোহাগ হোসাইনসহ ২০জনকে ক্রেষ্ট ও টাকা প্রদান করা হয়। সবশেষে আকাশবার্তার প্রথম বর্ষপুর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap