রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

লক্ষ্মীপুরে অক্সিজেন’র বাংলা ভাষা শুদ্ধিকরন প্রচারণা

লক্ষ্মীপুরে অক্সিজেন’র বাংলা ভাষা শুদ্ধিকরন প্রচারণা

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বাংলা ভাষা শুদ্ধিকরন প্রচারণা শুরু করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ‘ভাষার জন্য ভালোবাসায় অক্সিজেন’ এ স্লোগান নিয়ে বুধবার (২১ ফেব্রুয়ারি) থেকে ভাষা শুদ্ধিকরন কর্মসূচি শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন অক্সিজেন। বাংলা ভাষা শুদ্ধ করে বলতে, পড়তে ও লিখতে জেলা শহরের বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়েছে সংগঠনের সদস্যরা। দেয়ালের চিকা, ব্যানার, বিলবোর্ড ও সাইনবোর্ডের ভুল বানানগুলো শুদ্ধ করে দেয়া তাদের প্রচারণার অন্যতম মাধ্যম। এছাড়া কয়েকটি জায়গায় দেয়ালের চিকা ও দোকানের ব্যানারের ভুল বানান অক্সিজেনের সদস্যরা শুদ্ধ করে দিতে দেখা গেছে। এদিকে ভাষা শুদ্ধিকরন প্রচারণায় স্বেচ্ছাসেবী সংগঠন অক্সিজেনের সাথে একাত্মতা পোষন করেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস। তিনিও কয়েকটি বানান শুদ্ধকরনে কাজ করেছেন। সংগঠনের কয়েকজন সদস্য বলেন, বাংলা আমাদের মতৃভাষা। এই ভাষা রক্তের বিনিময়ে অর্জিত। তাই বাংলা ভাষা শুদ্ধ করে বলা, পড়া ও লেখা আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা ভাষা শুদ্ধিকরন কর্মসূচি চালু করেছি। আশা করি সবার সহযোগীতায় প্রচারণার মাধ্যমে আমরা সফলতা লাভ করবো।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap