লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদারকে (৫৮) গ্রেফতার করা হয়েছে।
শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু তাঁকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এরআগে শুক্রবার রাতে বিস্ফোরক মামলায় বিশেষ ক্ষমতা আইনে তাঁর ঢাকার মিরপুর ১ নম্বরের বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার রায়পুর উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট গ্রামের বাসিন্দা এবং জেলা জজ আদালতের সাবেক পিপি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মনিরুল ইসলাম ঢাকা জজ আদালতে পুলিশ হেফাজতে রয়েছেন এবং কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার রায়পুর উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট গ্রামের বাসিন্দা এবং জেলা জজ আদালতের সাবেক পিপি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মনিরুল ইসলাম ঢাকা জজ আদালতে পুলিশ হেফাজতে রয়েছেন এবং কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।