রায়পুর সংবাদদাতা :
লক্ষ্মীপুরের রায়পুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আফসানা আক্তার বিউটি।
মঙ্গলবার (১৩ মার্চ) সকালে রায়পুর পৌরসভার নতুন বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী আল আমিন পলাতক রয়েছে।
বিউটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আবদুল মান্নানের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, বিউটির আগের এক স্বামী রয়েছে। সে সংসারে দুইটি সন্তান রয়েছে। এজন্য তিনি মানসিক হতাশাগ্রস্থ ছিলেন। এর জের ধরে তিনি আতœহত্যা করতে পারেন বলে ধারনা করা হচ্ছে।
এদিকে নিহতের মা কোহিনুর বেগম সংবাদকর্মীদের কাছে দাবি করেছেন, স্বামী যৌতুকের টাকার জন্য তার মেয়েকে রাতের যে কোন সময় হত্যা করেছে। এরপর সে লাশ ঘরে ঝুলিয়ে রেখেছে। ঘটনার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুল হক মিয়া বলেন, মানসিক হতাশাগ্রস্থ থেকে গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
রায়পুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
