জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পঅর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল উপজেলা পরিষদের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। এরপর, উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে আলেকজান্ডার বাজার হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
রামগতি উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বড়খেরী ইউপি চেয়ারম্যান হাসাম মাহমুদ ফেরদৌস, পৌর মেয়র মেজবাহ উদ্দিন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন, উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন হেলাল প্রমূখ।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল উপজেলা পরিষদের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। এরপর, উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে আলেকজান্ডার বাজার হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
রামগতি উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বড়খেরী ইউপি চেয়ারম্যান হাসাম মাহমুদ ফেরদৌস, পৌর মেয়র মেজবাহ উদ্দিন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন, উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন হেলাল প্রমূখ।