নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশ সদস্য ইসমাইল রুবেল ঈদ উপহার দিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। প্রায় দুই শতাধিক পরিবারকে দিয়েছেন সেমাই চিনি ও দুধ। বৃহস্পতিবার (২১ মে) রামগতির চর কলাকোপা এলাকায় এসব উপহার বিতরণ করা হয়। পুলিশ সদস্য ইসমাইল রুবেল রামগতি উপজেলার চর কোলাকোপা গ্রামের মো. হাসান মাস্টারের ছেলে। জানা গেছে, পুলিশ সদস্য রুবেল সবসময় অসহায়দের সুখে দুঃখে পাশে দাঁড়ান। প্রতি বছর তিনি এলাকায় গরীব ও অসহায়দের মাঝে ঈদ উপহার দেন এবারও দিয়েছেন। এরআগে রামগতির নদী ভাঙনে অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করেন।পুলিশ সদস্য ইসমাইল রুবেল বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতে চেষ্টা করি। সহায়দের মুখে হাসি দেখতে আমার এমন প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।
রামগতিতে অসহায়দের জন্য পুলিশ সদস্য রুবেলের ঈদ উপহার
