নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রামগঞ্জে খাবারের হোটেলে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আহাদ (১২) নামে এক শিশুর মৃত্যু ও ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ১টার দিকে রামগঞ্জ পুলিশ বক্সের সামনে পৌর মার্কেটের মনার হোটেলে এ ঘটনা ঘটে।
নিহত আহাদ কাজিরখিল আখন্দ বাড়ির সায়েদ হোসেনের ছেলে ও ওয়ার্কসফের কর্মচারী।
জানা যায়, আহাদ রাতে কাজ শেষে নাস্তা করতে ওই হোটেলে আসে। ওইসময় হোটেলের গ্যাস সিলেন্ডার বিষ্ফোরণ হয়ে আগুন ধরে যায়। হোটেলের ভেতরে থাকা অন্যরা বের হতে পারলেও আহাদ বের হতে পারেনি। সে আগুনে পুড়ে মারা যায়। আগুন নেভাতে গিয়ে সোহাগ হোসেন ও মানিকসহ ৪ জন আহত হয়।
রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে।
