নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া করা হয়েছে। অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ এমরানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এম রহমান জহির।
ফ্লোরিডা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক ভিত্তিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, মহিলা আওয়ামী লীগের সভাপতি মূলসারি খানম শিমা ও স্টেট যুবলীগের সভাপতি দয়ান চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্লোরিডা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক কাজী আহসান হাবিব টিপু, এবিএম গোলাম মোস্তফা, মো. রফিকুল ইসলাম, যুবলীগের সহ-সভাপতি হারুন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ, তানভীর আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক অসীম রায় প্রমুখ।
সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যুবলীগের সভাপতি দয়ান চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে সহযোগীতা করার জন্য সাংস্কৃতিক সংগঠন একতারা ফ্লোরিডাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভাষা শহীদদের স্মরণ
