বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

মেধাবী ছাত্রদেরকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হতে হবে : চন্দ্রগঞ্জে পিংকু

মেধাবী ছাত্রদেরকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হতে হবে : চন্দ্রগঞ্জে পিংকু

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, আগামি সংসদ নির্বাচনের লক্ষ্যে ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ছাত্রলীগ। সকল ছাত্রদের ভালোভাবে পড়াশোনা করতে হবে। সেই সাথে মেধাবী ছাত্রদেরকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হতে হবে। রজনীতির সাথে জড়িত হয়ে এ প্রজন্মের শিক্ষার্থীরা দেশের উন্নয়ন ও স্বাধীনতার স্বপক্ষে কাজ করবে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে ও র‌্যালি বের করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। র‌্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে চন্দ্রগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক কাজী মামুনুর রশীদ বাবলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মনছুর আহমেদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি রায়হান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু প্রমুখ।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap