বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

মেঘনায় ডাকাতির ঘটনায় ৪ দস্যু আটক, অপহৃত ৫ জেলে উদ্ধার

মেঘনায় ডাকাতির ঘটনায় ৪ দস্যু আটক, অপহৃত ৫ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে ডাকাতির ঘটনায় ৪ জলদস্যুকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার হয়েছেন অপহৃত ৫ জন জেলে। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাট থেকে দস্যুদের আটক ও ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে জেলেদের উদ্ধার করা হয়। আটক দস্যুরা হলেন, শাহ আলম, জামাল, তারেক ও শিপন। তারা সবাই সদর উপজেলার চর রমনী গ্রামের বাসিন্দা। উদ্ধার হওয়া জেলে আনু মাঝি ও জুয়েল জানান, শনিবার (২৩ ডিসেম্বর) রাতে রামগতির চরগজারিয়া এলাকার মেঘনা নদীতে মাছ শিকারে যায় তারা। এসময় ১০-১২ জনের এক দল জলদস্যু তাদেরসহ ৫টি মাছ ধরার ট্রলারে হানা দেয়। ট্রলারে থাকা মাছ, জাল, সোলার প্যানেল, তেলসহ আনুমানিক ২০ লাখ টাকার বিভিন্ন সরঞ্জমাদি লুট নেয় দস্যুদল। একই সঙ্গে তারাসহ ৫ জন জেলেকে অপহরণ করে। পরে তাদের (জেলেদের) ব্যবহৃত মুঠোফোন থেকে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে দস্যুরা। সকালে মতিরহাট মাছঘাটে দস্যুরা ট্রলার থামিয়ে মাছ বিক্রি করতে আসলে অপহৃতরা চিৎকার করলে স্থানীয়রা ৪ দস্যুকে আটক করে পুলিশে খবর দেয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ৪ জলদুস্যুকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap