বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

মুক্তিযোদ্ধার জমি দখলের পায়তারার অভিযোগ : লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন

মুক্তিযোদ্ধার জমি দখলের পায়তারার অভিযোগ : লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিনের ১৮ শতাংশ জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে মো. সোহানের বিরুদ্ধে। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর মুক্তিযোদ্ধা ইউনিটের উদ্যোগে স্থানীয় এক চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। তসলিম উদ্দিন বাঞ্চানগর গ্রামের মৃত বজল হকের ছেলে। অভিযুক্ত সোহান একই এলাকার মৃত গোলাম মুস্তফা প্রকাশ ফিরোজ মিয়ার ছেলে। লিখিত বক্তব্যে তসলিম উদ্দিন সাংবাদিকদের জানান, লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ১৯৯৬ এবং ২০০০ সালে ফিরোজ মিয়া থেকে ১৮ শতাংশ জমি তার স্ত্রী রোকেয়া বেগমের নামে ক্রয় করেন। (যার ৬৩ নম্বর বাঞ্চানগর মৌজার ৪৯৩০ হাল খতিয়ান ও ৫৫৪৪নং ডিপি খতিয়ানের ৫১৮৪,৫১৮৫,৫১৮৬,৫১৮৭,৫১৮৮,৫১৫৯,৫১৯২ নং দাগ)। ওই জমি কেনার পর থেকে তিনি ভোগদখল করে আসছেন। কিন্তু ফিরোজ মিয়ার মৃত্যুর পর থেকে তার ছেলে সোহান ও ভাগিনা অপুসহ মুক্তিযোদ্ধার জমি দখলের পায়তারা করছেন। মুক্তিযোদ্ধার পরিবার-পরিজনকে ওই জমি ছেড়ে দেওয়ার জন্য নানাভাবে হুমকি দিয়ে আসছে। এছাড়া গত বুধবার (২৪ জানুয়ারি) সোহান তার লোকজন নিয়ে জমি দখল করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ভোগদখলীয় সম্পত্তি রক্ষা করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করেন মুক্তিযোদ্ধা। এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার তোফায়েল আহমেদ, সাবেক সাংগঠনিক কমান্ডার সিরাজ উল্যা (মনা বাকশাল), সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার শামছুদ্দিন পাটোয়ারী, মুক্তিযোদ্ধা আবুল বাশার বশির, আবদুর রাজ্জাক ও মফিজ উল্যা প্রমুখ। তবে এ ব্যাপারে মো. সোহান ও অপুর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap