রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

বিজয় দিবসে হলে হলে বিনামূল্যে ছবি

বিজয় দিবসে হলে হলে বিনামূল্যে ছবি

বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী বিনামূল্যে ছবি দেখানোর জন্য হল মালিকদের অনুরোধ জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়। ফলে বিজয় দিবস উপলক্ষে সারা দেশের সিনেমা হলে বিনামূল্যে মুক্তিযুদ্ধের ছবি চালানো হবে বলে জানা গেছে। ১৪ নভেম্বর তথ্য মন্ত্রনালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পরে মন্ত্রণালয়ের উপসচিব পরিমল সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ খবর। পরিমল সরকারের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‘মহান বিজয় উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের সকল সিনেমা ‘বিনামূল্যে’ ছাত্রছাত্রী ও সাধারণ মানুষদের মধ্যে মুক্তিযুদ্ধ নির্ভর চারটি ছবি প্রদর্শনের অনুরোধ করা গেল। ছবি চারটির নাম উল্লেখ করা হয়েছে, চাষী নজরুল ইসলাম ‘ওরা ১১ জন’, তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’, হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আগুনের পরশমণি’ ও নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ছবি ‘গেরিলা’।’ বিজ্ঞপ্তিতে চারটি ছবি পরিবেশনায় দায়িত্ব দেয়া হয়েছে দেশের শীর্ষ প্রযোজনা জাজ মাল্টিমিডিয়াকে। এ প্রসঙ্গে জাজের কর্ণধার আবদুল আজীজ জানান, ‘মুক্তিযুদ্ধ আমাদের গর্বের ইতিহাস। তাই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের ছবির প্রদর্শনের সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। বিনামূল্যে ছবিগুলো প্রদর্শনের ফলে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ছবিগুলো দেখলে মুক্তিযুদ্ধের চেতনায় উৎসাহিত হবে বলে আমি আশা করি। এ মাসে মুক্তিযুদ্ধের কোন ছবি প্রেক্ষাগৃহে নেই। তাই পুরোনো মুক্তিযুদ্ধের ছবিই আমরা চালাবো। দর্শকরা একেবারে ফ্রিতে দেখতে পারবেন ছবিগুলো।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap