মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না : সিইসি

বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না : সিইসি

নিজস্ব প্রতিবেদক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, বিএনপি একটি বড় দল, তাদের ছাড়া সব দলের অংশগ্রহণ হয় কি করে? বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মনোনয়নপত্র জমা দেয়ার সময় শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন নূরুল হুদা। তিনি আশা প্রকাশ করেন, বছরের শেষ দিকে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে। তিনি বলেন, অবশ্যই বিএনপি রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাদের ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। এটা আগেও বলেছি, এখনও বলছি।সিইসি বলেন, বিএনপিসহ সব দল সংসদ নির্বাচনে অংশ নেবে বলে আমি এখনও আশা করি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, জাতীয় নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। ঢাকার সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, আদালত স্থগিতাদেশ তুলে দিলেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মামলা হলে তা কোর্টের ব্যাপার। আইনের ব্যাপারে তো আমাদের বলার কিছু নেই।
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap