বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি কাজ শুরু করেছেন মার্কিন টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’র তৃতীয় কিস্তির জন্য। চুক্তিবদ্ধ হয়েছেন আরো দুটি নতুন হলিউডের ছবিতেও। শোনা যাচ্ছে এতো কাজ সামলাতে নিউইয়র্কে একটি বাড়ি কেনার কথাও ভাবছেন বলিউডের এই গ্ল্যামার গার্ল। বলাই যায়, সময় এখন বৃহস্পতি এই নায়িকার।
তবে এসব কিছুকে ছাপিয়ে প্রিয়াঙ্কা চোপড়া" প্রিয়াঙ্কা চোপড়া এখন আলোচনায় পারিশ্রমিকের জন্য। জানা গেছে, আসছে ডিসেম্বরে একটি অ্যাওয়ার্ড শোতে পারফর্ম করার জন্যে ১২ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি। সেখানে মাত্র ৩০ মিনিট পারফর্ম করবেন তিনি। আয়োজকরা জানান প্রিয়াঙ্কার চাহিদা অনুযায়ী এমন পারিশ্রমিকে রাজি হয়েছেন তারা। চলতি বছরটা দুর্দান্ত গেল প্রিয়াঙ্কার। বছরের শুরুতেই মুক্তি পেয়েছিলো তার অভিনীত প্রথম হলিউডের ছবি। সেখানে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। এছাড়াও ফোর্বস ম্যাগাজিনের ১০০ ক্ষমতাবান নারীর তালিকায়ও এই বছরে নাম এসেছে ‘ডন’ গার্লের।&
প্রিয়াঙ্কার ৩০ মিনিটের পারিশ্রমিক ১২ কোটি!
