নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি সভা করায় ছাত্রদলের ৬ নেতাকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ।
সোমবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়। আটকরা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বলে দলীয় সূত্রে জানা গেছে; তবে তাদের নাম জানা সম্ভব হয়নি।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে রাতে তোরাবগঞ্জ বাজারের একটি ঘরে ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুতি সভা করে। খবর পেয়ে তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া করে; ৬জনকে আটক পুলিশ দেয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি : কমলনগরে ছাত্রদলের ৬ নেতাকর্মী আটক
