বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩সত্য ও সুন্দর আগামীর স্বপ্নে...

পৃথিবীর যে প্রান্তেই যাই, খুঁজে পাই বাংলা ভাষা : সোহাগী

পৃথিবীর যে প্রান্তেই যাই, খুঁজে পাই বাংলা ভাষা : সোহাগী

নিজস্ব প্রতিবেদক : ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালিরা রক্ত দিয়ে মাতৃভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল, আজ তা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে স্বীকৃতি লাভ করেছে। বাংলাভাষাকে সন্মান ও শ্রদ্ধা করছে বিশ্ববাসী। দেশ হতে দেশান্তরে বাংলাভাষা ছড়িয়ে পড়েছে।প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে জাতিসংঘ। রাশিয়ার পিটার্সবুর্গ শহরে শোভা পেয়েছে বাংলা বর্ণমালা। লক্ষ্মীপুরের মেয়ে বিশ্বের ৯৩টি দেশে ঘুরে আসা ভ্রমনকন্যা নাজমুন নাহার সোহাগী তার সামাজিক যোগাযোগ মধ্যম ফেসবুকে লিখেছেন রাশিয়ার শহরের দেখা সেই বর্ণমালার কথা। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে  ফেসুকের প্রোফাইল ছবি পরিবর্তন করে রাশিয়ার সেই ছবিটা দিয়েছেন। ওই ছবির সাথে তিনি লিখিছেন ‘বাংলা বর্ণমালা বুকে নিয়ে সে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল রাশিয়ার পিটার্সবুর্গ শহরে। দু’হাজার বারো সালে মা আর আমি যখন পিটার্সবুর্গের এক পার্কে হাটছিলাম, হটাৎ করেই মা আমাকে বললো- দেখো দেখো বাংলা অক্ষর। বাংলাদেশ! ভেতরে অন্যরকম এক শিহরণ জাগলো । মনে মনে গেয়ে উঠলাম- জন্ম আমার ধন্য হলো মাগো-এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। যাদের রক্তের বিনিময়ে আজ মাতৃভাষা বাংলায় কথা বলছি, বিদেশের মাটিতেও বাংলাভাষা আন্তর্জাতিকভাবে সমাদৃত শ্রদ্ধা জানাই সেই সব শহীদদের প্রতি। মা আর আমি মূর্তিটির শরীরের অক্ষর গুলো স্পর্শ করে দেখলাম আর পড়তে থাকলাম। বিদেশের মাটিতে বাংলাদেশকে খুঁজে পাওয়ার সেই অনুভুতি বার বার আমাকে মনে করিয়ে দিলো সেই সব ভাষা শহীদের কথা; আর আমি বার বার গেয়ে উঠি.....আমার হৃদয় রেখে যেতে চাই-তাদের স্মৃতির চরণে।। পৃথিবীর যে প্রান্তেই যাই এভাবে যখন খুঁজে পাই বাংলাভাষা, বাংলার মানুষ আর বাংলাদেশের কথা আমি হাজারবার বার বার খুঁজে ফিরি সেই বাংলার মুখ; এই পৃথিবীর কানায় কানায় ।ছবিটি তুলেছেন মা’’ প্রসঙ্গত, নাজমুন নাহার সোহাগীর বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নে। তিনি বিশ্বের ৯৩টি দেশ ঘুরেছেন। এরমধ্যে ১৪টি দেশ ঘুরেছেন মাকে সঙ্গে নিয়ে। দেশ থেকে দেশ ঘুরে বেড়ানো তার এক প্রকার নেশা ।  অজানাকে জানা, অদেখাকে দেখা। পাহাড়, মরুভূমি, সমুদ্র, গভীর জঙ্গল, বরফে ঢাকা জনপদ, সব সুন্দর-প্রকৃতিই তাকে ডাকে। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ মিলিয়ে এ পর্যন্ত প্রায় অর্ধেক পৃথিবী দেখা হয়ে গেছে। যেখানেই যান, লাল সবুজের পতাকা তার সঙ্গেই থাকে। তার ইচ্ছে পৃথিবীকে চেনা ও জানা। বিশ্ব দরবারে তুলে ধরা প্রিয় জন্মভূমি বাংলাদেশকেও।  
  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Print
Copy link
Powered by Social Snap